শিল্প ঋণেই খেলাপি বেড়েছে বেশি

|

শিল্প খাতে ঋণেই খেলাপি বেড়েছে বেশি, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত বছর শিল্পঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬২৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৪৫ হাজার ১২৭ কোটি টাকা, যা মোট বিতরণের ৪০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, এক বছরের ব্যবধানে শিল্পঋণ বিতরণের প্রবৃদ্ধি ১০ শতাংশের বিপরীতে খেলাপি ঋণের প্রবৃদ্ধি ১৪ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, একটি বড় ঋণখেলাপি হলে তার প্রভাব অনেক বেশি। ফলে এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বেশি মুনাফার সুযোগের ফলে ব্যাংকগুলো বরাবরই বড় শিল্পে ঋণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

২০১৮ সালের ডিসেম্বর শেষে মোট শিল্পঋণ আদায়ের পরিমাণ ছিল ৭১ হাজার ৪৪২ কোটি টাকা, যা ২০১৯ সালে বেড়ে ঠেকেছে ৮৯ হাজার ৪২৬ কোটি টাকায়। অর্থাৎ বছরের ব্যবধানে আদায় বেড়েছে ২৫ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply