টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা!

|

করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা। তবে জুলাইতে শুরু হতে যাওয়া এর আনুষ্ঠানিকতা বাতিল বা পেছানোর কোন পরিকল্পনা নেই এখনই।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি-আইওসি’র সাথে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতি মহামারি আকার ধারণ করলে জরুরি পদক্ষেপ নেয়ার কথাও জানায় সংস্থাটি। এরই মধ্যে ভাইরাস আতঙ্কে অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অনেকে প্রতিযোগী। উৎপত্তিস্থল চীনের বাইরে কোভিড নাইন্টিন ভাইসরাসটি এখন পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের ৫২ দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান বলেন, অলিম্পিক ইস্যুতে আইওসির সাথে সব সময় যোগাযোগ রেখে কাজ করছি আমরা। যে কোন সমাবেশে এই ধরণের ভাইরাস ছড়ানোর শঙ্কা বেশি থাকে। কোন ঝুঁকিতে যেন পড়তে না হয় সেই বিষয়টি মাথায় রেখে কাজ করা হচ্ছে। তবে এখনও বাতিলের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply