রাস্তা খোড়াখুড়িতে গ্যাস লাইন লিকেজ, উত্তরায় সরবরাহ বন্ধ

|

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা খোড়াখুড়ির সময় গ্যাস লাইনের লিকেজের ঘটনা ঘটেছে। লাইন মেরামতের জন্য উত্তরা ও এর আশেপাশে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার বিআরটি লাইন প্রকল্প নির্মাণ কাজ চলছে। এই প্রকল্পের কাজ করার সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় । বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় দেড় ঘন্টা পর সড়কটি খুলে দেয়া হয়।

এ ঘটনায় এক খুদে বার্তায় জানানো হয়, তিতাস গ্যাসের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস পাইপলাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর এয়ারপোর্ট থেকে টঙ্গি পর্যন্ত গ্যাসলাইন বন্ধ করে দিয়ে লাইন মেরামতের কাজ শুরু হয়। এমন ঘটনাকে সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতা বলছে তিতাস কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply