ভয়ে করোনা বিয়ার কিনছে না আমেরিকানরা!

|

করোনাভাইরাসের ভয়ে আমেরিকায় করোনা বিয়ার খাওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকাবাসী । এক নতুন সমীক্ষায় এ অবস্থা জানা গেছে। সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে যাওযার পর থেকেই আমেরিকানরা করোনা বিয়ারকে এড়িয়ে চলছে।

৫ ডব্লিউ নামের এক জনসংযোগ সংগঠন থেকে এই সমীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে ৩৮ শতাংশ বিয়ার পানকারী করোনা বিয়ারকে পরিত্যাগ করেছেন। তারা এই করোনা বিয়ার কিনছেন না।
যদিও নামের মিল ছাড়া এই ভাইরাসের সাথে কোন সংযোগ নেই। কিন্তু মানুষ ভয়ে করোনা বিয়ার কেনা বন্ধ করে দিয়েছে।

জরিপে দেখা গেছে, নিয়মিত করোনা বিয়ার পান করতো এমন ১৪ শতাংশ এই বিয়ারটি জনসম্মুখে অর্ডার করছেন না। ১৬ শতাংশ বুঝতেছেন না করোনা বিয়ারের সাথে ভাইরাসের সম্পর্ক আছে কিনা। মোট ৭৩৭ বিয়ার পান কারীর ওপর এই জরিপ চালানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply