খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন হাইকোর্টে

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার বিষয়ে প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বুধবার সকালে বিএসএমএমইউর আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন।

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। আদালত জানিয়েছিলেন বুধবার মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদন ওপর শুনানি হবে।

গত ১৯ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উপস্থাপন করা হয়। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কিনা, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা এবং বর্তমান তার কী অবস্থা তা জানিয়ে প্রতিবেদন বুধবারের মধ্যে দিতে বলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply