বার্সেলোনাকে রুখে দিলো নাপোলি

|

Lionel Messi of Barcelona during the UEFA Champions League Round of 16 match between Napoli and Barcelona at Stadio San Paolo, Naples, Italy on 25 February 2020. (Photo by Giuseppe Maffia/NurPhoto via Getty Images)

পিছিয়ে পড়েও আতোয়ান গ্রিজম্যানের গোলে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। আরেক ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন সার্জি জিনাব্রি। ফিরতি লেগে আগামী ১৯ মার্চ মুখোমুখি হবে দু’দল।

মাঠে নামার আগে মেসিকে খাচায় বন্ধির করে রাখার ঘোষণা ছিল নাপোলি কোচ জেনারো গাত্তুসোর। করেছেনও তাই। নাপোলির আটসাট রক্ষণে প্রথমার্ধে শুধু মেসি নয়, বোতলবন্ধি ছিলেন আতোয়ান গ্রিজম্যানও। ফলাফল প্রথামর্ধে গোলবারে কোন শর্ট নিতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে অভিষেক হওয়া কিকে সেতিয়েনের দল বার্সা।

উল্টো ৩০ মিনিটে এক পাল্টা আক্রমণে গোল হজম করে কাতালানরা। ড্রাইস মার্টেনসের গোল এগিয়ে নেয় স্বাগতিক নাপোলিকে।

গোল পেতে মরিয়া বার্সেলোনা সফল হয় ৫৭ মিনিটে। বুসকেটসের ডিফেন্স চেরা পাসে নেলসন সেমেদোর ক্রস। বাকি কাজটুকু করতে বেগ পেতে হয়নি গ্রিজম্যানকে।

নিজেদের মাঠে আরেকদফা এগিয়ে যাওয়ার দু টি সুযোগ এসেছিল নাপোলির। দু বারই দারুন দক্ষতায় বার্সা কে বাঁচিয়ে দেন গোলরক্ষক টের স্টেগান।

গোলের সুযোগ মিলেছিল বার্সেলোনারও। তবে সুযোগটা কাজে লাগাতে পারেন নি লিওনেল মেসি। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে হলুদ কার্ড দেখতে হয় তাকে।

শেষে ড্র হওয়া ম্যাচে দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার আর্তুরো ভিদাল।

১৮ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দু’দল।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে গোলরক্ষক উইলি কাবাইয়ারোর দারুণ সেভেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি চেলসি।

দ্বিতীয়ার্ধে বায়ার্নেরসার্জি জিনাব্রির দুই আর লেভানদভস্কির এক, সব মিলিয়ে ৩-০ গোলে বার্ভারিয়ানদের কাছে হার মানতে হয় ইং লিস জায়ান্ট চেলসির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply