দিল্লিতে কারফিউ’র মধ্যেই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

|

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন- সিএএ’র বিরোধিতায় রণক্ষেত্র দিল্লি। রাজধানীর বড় অংশে ১৪৪ ধারা জারি থাকার মধ্যেই, বুধবারও চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটলো চারজনের। এনিয়ে তিনদিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে আহত দেড় শতাধিক। এদের মধ্যে ৭০ জনই গুলিবিদ্ধ। গণমাধ্যমগুলো বলছে, রাজধানীর অশোকনগর এলাকায় একটি মসজিদেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সংখ্যালঘু আর মুসলিমদের ঘরবাড়ি-দোকানপাটে হামলা আর লুটপাটেরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্তক প্রহরায় আধা-সামরিক বাহিনী। সহিংসতা বন্ধে বিভিন্ন মসজিদ-মন্দির কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply