দিনভর রণক্ষেত্র দিল্লি; মৃতের সংখ্যা বেড়ে ১০

|

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন-সিএএ’কে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। বিক্ষোভকারীদের সাথে পুলিশসহ বিজেপি সমর্থকদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। সন্ধ্যার দিকে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে জারি হয়েছে কারফিউ। সূত্র: আনন্দবাজার।

সিএএ-কে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গত তিন দিন ধরে উত্তাল দিল্লি। সোমবার এক পুলিশ কর্মীসহ সাত জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার সকাল হতেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায়। লাঠি, রড, ইট-পাটকেল নিয়ে রাস্তায় নেমে পড়তে দেখা গিয়েছে অনেককে। বেলা বাড়তেই উত্তেজনা আরও বাড়ে। একাধিক দোকানপাট, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভজনপুরা, চাঁদ বাগ, করাবল নগরের মতো এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ দিনও একাধিক জায়গায় কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

নিহতদের মধ্যে পুলিশের এক সদস্যও রয়েছেন। গেল দু’দিনে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৭০ জন। মঙ্গলবার সন্ধ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন এবং ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বন্ধ রয়েছে দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান। মার্কিন প্রেসিডেন্টের দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই অগ্নিগর্ভে পরিণত হয় ভারতের রাজধানী। বিক্ষোভকারীদের সাথে সহিংসতায় জড়ায় সরকার দলীয় সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে গেলে, হতাহত হন পুলিশ সদস্যরাও। সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণে, সন্দেহজনক অস্ত্রধারীদের চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply