তামিম না পারলেও, পারলেন শান্ত

|

ওপেনার সাইফ হাসানের পর বিদায় নিলেন অপর ওপেনার তামিম ইকবালও। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। স্বচ্ছন্দে খেলছিলেন তিনি। সম্ভাবনা জাগাচ্ছিলেন বড় কিছুর। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না অভিজ্ঞ এই ওপেনার। ফিফটি থেকে ৯ রান দূরে আউট হয়ে গেলেন তিনি।

দুই ওপেনারকে হারালেও মিরপুর টেস্টে এখনও ভালো অবস্থান টাইগারদের। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তামিম ব্যর্থ হলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ৭৮ রানের জুটি গড়া শান্ত। ম্যাচের ৩৭-তম ওভারে অর্ধশতক তুলে নেন এই বাহাতি ব্যাটসম্যান।

শুরুতে সেট হতে সময় নেন তামিম-শান্ত দুজনেই। এরপর বাড়িয়েছেন রানের গতি। ডোনাল্ড তিরিপানোকে চার মেরে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ের শুরু করেন নাজমুল। বাজে বল পেলে দুজনের কেউ ছাড়েননি। চার্লটন শুমার টানা দুই ওভারে মোট চারটি দর্শনীয় চার মারেন তামিম। যখন মনে হচ্ছিল বড় ইনিংস খেলার পথে আছেন ঠিক তখনই আউট হন তামিম। তিরিপানোর বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৮৯ বলে তাঁর ৪১ রানের ইনিংসে তাই হতাশাই থাকবে বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply