নকল করায় ২৫ এলএলবি পরীক্ষার্থী বহিষ্কার

|

বরিশাল ব্যুরো
পরীক্ষায় নকল করায় বরিশালে ২৫ এলএলবি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ১৫ ফেব্রুয়ারি এলএলবি প্রথম পর্বের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি ছিল ২য় পরীক্ষা।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার জানান, জেলা প্রশাসনের এডিসি, এডিএমসহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তাঁরাই বিভিন্ন কক্ষ থেকে ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহমেদ জানান, শনিবার এলএলবি প্রথম পর্বের ‘চুক্তি ও নির্যাতন আইন’ বিষয়ের পরীক্ষা ছিল। বিএম কলেজ কেন্দ্রে ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হলে নকল করায় বিভিন্ন কক্ষ থেকে ২৫ জনকে বহিষ্কার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply