যুক্তরাষ্ট্রের সাথে যৌথ নৌমহড়া করবে সৌদি আরব

|

যুক্তরাষ্ট্রের সাথে এবার যৌথ নৌমহড়ার আয়োজন করতে যাচ্ছে সৌদি নৌবাহিনী। এ উপলক্ষে বাদশাহ আবদুল আজিজ নৌঘাঁটিতে মার্কিন নৌবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী সপ্তাহে এ নৌ মহড়া অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে।

এর আগে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি নৌমহড়ার সংযোজন হিসেবে ম্যারিন ডিফেন্ডার নামের এই মহড়ার আয়োজন করা হয়েছে। নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে যুদ্ধপ্রস্তুতি বাড়াতেই এটির আয়োজন করা হবে।

এই অনুশীলনের মাধ্যমে নৌ নিরাপত্তা পদক্ষেপগুলোও বিশেষভাবে মূল্যায়ন করা হবে বলে খবরে দাবি করা হয়। এতে নৌ যুদ্ধ প্রস্তুতির ধারনাকে আরও জোরদার করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply