মাতৃভাষা বাদ দিয়ে শিশুদের ইংরেজি শেখানো মানসিক দৈন্যতা: প্রধানমন্ত্রী

|

যারা মাতৃভাষা বাদ দিয়ে শিশুদের ইংরেজি শেখান তারা মানসিক দৈন্যতায় ভোগেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মাটিতে থেকে যারা ইংরেজি উচ্চারণে বাংলা ভাষা ব্যবহার করে তাদের প্রতি শুধুই করুণ।

এসময়, শুধু ভাষা নয়, ভাষার মাধ্যমে পাকিস্তানি শাসকরা বারবার বাঙালির অস্তিত্বের ওপর আঘাত করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়াও, মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply