১৯৪৭ সালেই মুসলিমদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া উচিত ছিলো: বিজেপি নেতা

|

Deoghar: Union Minister and BJP senior leader Giriraj Singh speaks during a campaign for party's candidate from Godda constituency, Nishikant Dubey, during an election rally ahead of the last phase of the Lok Sabha polls, in Deoghar district, Monday, May 13, 2019. (PTI Photo)(PTI5_13_2019_000101B)

১৯৪৭ সালে দেশ ভাগের সময়ই মুসলিমদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা গিরিরাজ সিং।

মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত মন্ত্রী পরিষদের এই সদস্য বলেন, ১৯৪৭ সালে পুরো অঞ্চলকেই ইসলামিক রাষ্ট্র বানাতে চেয়েছিলো পাকিস্তানের মোহাম্মাদ আলি জিন্নাহ। সেই সময়ই মুসলিমদের পাঠিয়ে হিন্দুদের ভারতে নিয়ে আসলে আজ নাগরিকত্ব ইস্যুতে বিতর্ক তৈরি হতো না। যদিও মোদি সরকার বলছে, প্রতিবেশি বিভিন্ন দেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিতেই করা হচ্ছে সংশোধনী আইন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply