প্রথমবারের মতো ইরানে করোনাভাইরাসে মারা গেলো দুইজন

|

ইরানে প্রথমবারের মতো করোনাভাইরাস বা কোভিড নাইনটিনের কারণে দু’জনের মৃত্যু হলো। বুধবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এ তথ্য। এর ফলে, প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যেও ছড়ালো ভাইরাসটির প্রকোপ।

ইরানি কর্তৃপক্ষ জানায়, কউম শহরের হাসপাতালে শ্বাসকষ্ট’সহ আরও নানা জটিলতা নিয়ে ভর্তি হন দুই প্রবীণ। তাদের মৃত্যুর পর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপরই নড়েচড়ে বসে ইরানি প্রশাসন; নেয়া হচ্ছে বাড়তি সর্তকতা।

এদিকে, মহামারী আকার ধারণ করা কোভিড-নাইনটিন ভাইরাসের প্রকোপে চীনে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১২৩ জন। গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১১১ রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ধীরে হলেও কমছে সংক্রমণের হার। এখন পর্যন্ত আক্রান্ত ৭৫ হাজার ৬৭৬ ব্যক্তি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply