করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়ালো

|

Medical staff transfer a patient of a highly suspected case of a new coronavirus at the Queen Elizabeth Hospital in Hong Kong, China January 22, 2020. Picture taken January 22, 2020. cnsphoto via REUTERS. ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. CHINA OUT.

ছোঁয়াচে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়ালো। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের মৃত্যুর পর, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার নয় জনে। আক্রান্ত হয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।

এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬০ হাজার রোগী। যাদের মধ্যে ১২ হাজার মানুষ গুরুতর অসুস্থ। মৃদু উপসর্গ নিয়ে ভর্তি বাকিরা। আর চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৫৫ জন। এছাড়া আরও ২৯টি দেশে আক্রান্ত সাড়ে ৪শ’র বেশি মানুষ। জাপান সাগরে অবরুদ্ধ প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেসে’ আক্রান্ত আরও ৫৪২ জন। সর্বশেষ তাইওয়ানে একজনের মৃত্যুর পর চীনা ভূখণ্ডের বাইরে ভাইরাসটিতে প্রাণ গেছে এ পর্যন্ত পাঁচজনের।

ভাইরাস-আতঙ্কে ২০ ফেব্রুয়ারি থেকে চীনা নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রাশিয়া। মহামারী পরিস্থিতি এখনও ‘ভীষণ বিপজ্জনক পর্যায়ে’ রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply