প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন নাম নিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন

|

এখন থেকে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ নামে পরিচিত হবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বৃহত্তর প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ’।

আজ সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

তাদের ফেসবুক পেজ কোটা সংস্কার চাই গ্রুপে তারা এক স্ট্যাটাসের মাধ্যমে জানায়-

‘২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জন্ম হওয়া অধিকার আদায়ের সংগঠন “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ” আজ প্রতিষ্ঠার ২য় বার্ষিকী পালন করছে।

৩য় বর্ষে পদার্পনের এই মাহেন্দ্রেক্ষণে সকল সদস্যের সাথে আলোচনা করে আমাদের সংগঠনের নাম সংক্ষেপ করে ”বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ” নামকরণ করেছি। আজ থেকে “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ” নামটি ব্যবহার করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগঠনের শ্লোগান করা হয়েছে শিক্ষা, অধিকার ও প্রগতি।

২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সকল সদস্য, ছাত্র সমাজ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply