নারায়ণগঞ্জে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক

|

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৮ জনের মধ্যে নূরজাহান বেগম নামে একজন মারা গেছেন। এছাড়াও গুরুতর আহত ২ জন আইসিইউ-তে ভর্তি। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এঘটনায় দগ্ধ প্রত্যেকেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

এরআগে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ অবস্থা আটজনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- নুরজাহান, কিরণ মিয়া, আবুল হোসেন, হিরণ মিয়া, মুক্তা, কাওছার, আপন ও লিমা। তাদের সকালেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এরমধ্যে নূরজাহান বেগম শতভাগ দগ্ধ হয়েছেন, আবুল হোসেন ইমনের পুড়ে গেছে ৪৫ ভাগ, কিরন মিয়া ৭০ ভাগ দগ্ধ ও কাওছারের পুড়ে গেছে ২৫ ভাগ। এরমধ্যে ৩ বছরের শিশু ইলমা ১৪ভাগ দগ্ধ ও আপনের পুড়ে গেছে ২০ ভাগ।

পুলিশের ধারণা, গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply