কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানকে শিগগিরই আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

|

জম্মু-কাশ্মিরে সহিংসতা বন্ধের পাশাপাশি চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানকে শিগগিরই আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

রোববার, চারদিনের সফরে পাকিস্তান পৌঁছান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাজধানীর এক সংবাদ সম্মেলনে বলেন, উপত্যকায় নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন বাস্তবায়ন হওয়া জরুরি।

একইসাথে, অঞ্চলটির মানবাধিকার পরিস্থিতির প্রতিও আলোকপাত করা প্রয়োজন ভারত সরকারের।

এসময়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। জানান- আন্তর্জাতিক মহলের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত তার দেশ। যদিও, জাতিসংঘের আহ্বান পুরোপুরি নাকচ করেছে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply