লাখো মানুষের সামনে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল

|

টানা তৃতীয়বারের মতো ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় বেলা সোয়া ১২টা নাগাদ রামলীলা ময়দানে তিনি শপথ নেন।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে হাজির হয় সোয়া লাখের বেশি মানুষ। শপথ পড়ান দিল্লির গভর্নর অনিল বাইজাল। ‘সন অব দিল্লি’ হিসেবে পরিচিত কেজরিওয়ালের সাথেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, মনিশ সিসোড়িয়া। একইসাথে তিনি শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া, শপথ নেয়া ছয় মন্ত্রীর মধ্যে রয়েছেন সত্যন্দ্র জৈন, গোপাল রায়, কৈলাশ ঘ্যালট, ইমরান হোসেইন এবং রাজেন্দ্র পাল গৌতম।

আগামী কদিনের মধ্যেই পুরো মন্ত্রিপরিষদ ঘোষণার পাশাপাশি করা হবে দায়িত্ব বণ্টন। শপথের পরই আনুষ্ঠানিক বক্তব্য রাখেন নতুন মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির সাফল্যকে জনতার প্রতি উৎসর্গ করেন কেজরিওয়াল। আশ্বাস দেন ধর্ম-দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে তার সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply