কাশ্মির নিয়ে মন্তব্য করায় এরদোগানকে ভারতের হুঁশিয়ারি

|

জম্মু ও কাশ্মির নিয়ে কোন প্রকার মন্তব্য না করার জন্য হুঁশিয়ার করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার এ হুশিয়ারি দেন। খবর এনডিটিভির।

পাকিস্তান সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান সমর্থন করার কথা বলেন। এসময় কাশ্মির নিয়ে পাকিস্তান যা পদক্ষেপ নিবে তার সবকিছুতেই সবসময় তুরস্কের সমর্থন পাবে বলেও মন্তব্য করেন এরদোগান।

দুদিনের পাকিস্তান সফরে গিয়ে কাশ্মির প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মির নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি প্রত্যখ্যান করছি। পাশাপাশি তুরস্কের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনওভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply