রাজধানীতে ভুয়া সঙ্গীত পরিচালক গ্রেফতার

|

মোঃ সবুজ শিকদার ওরফে ইমন হোসেন ওরফে নিরব আহম্মেদ সজিব ওরফে সাজিদ সরকার (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম এন্ড সিকিউরিটি বিভাগ।

শনিবার রাজধানীর বেইলি রোডস্থ কেএফসির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযোগকারী সংগীত পরিচালক এবং সুরকার সাজিদ সরকার জানান, তার সুর করা গান “ছুয়ে দিলে মন”, “তাই তোমার খেয়াল”, “বুকের বাঁ পাশে”, “একটাই তুমি” বা “ঝুম” গানগুলি অভিযুক্ত নকল সাজিদ সরকার তার নামে ফেক ফেসবুক আইডি বানিয়ে সেটাতে শেয়ার করে নিজেকে সাজিদ সরকার বলে প্রচার করতো। এছাড়াও সে ব্যক্তিগতভাবে ও বিভিন্ন মিডিয়াতে নিজেকে সাজিদ সরকার বলে পরিচয় দিত।

একইসাথে সে সাজিদ সরকার এর নাম-পরিচয় ব্যবহার করে উঠতি বয়সের মডেল/সিঙ্গারদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে গানের মডেল অথবা গান গাওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলে টাকা নিতো এবং অনৈতিক কাজের প্রস্তাব দিতো।

সাজিদ সরকারের এমন অভিযোগের প্রেক্ষিতে আজ তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply