করোনায় চীনে ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ গেছে ১৪৩ জনের

|

করোনা ভাইরাস সংক্রমনে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ জনে। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ গেছে ১৪৩ জনের। এদের মধ্যে ১৩৯ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এছাড়া আক্রান্ত ৬৭ হাজারের বেশি মানুষ।

চীনের বাইরে হংকং, জাপান এবং ফিলিপাইনে মৃত্যু হয়েছে ৩ জনের। প্রথমবারের মতো মিশরে এক ব্যক্তির শরীরে মিলেছে ভাইরাসটির সংক্রমন।

এদিকে, চীনের রাজধানী বেইজিং-এ কেউ ঢুকতে চাইলে তাকে ১৪দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, চীনা নববর্ষ উপলক্ষে ছুটি কাটাতে অনেকেই ছেড়েছিলো রাজধানী। এখন কেউ বেইজিংয়ে ফিরতে চাইলে দুই সপ্তাহ বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে তাদের। প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে শি জিন পিং সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply