আদালতে নির্দোষ প্রমাণিত হলেন আসলি এরদোগান

|

কুর্দী সন্ত্রাসবাদী দলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ থেকে খালাস পেয়েছেন তুরস্কের ঔপন্যাসিক আসলি এরদোগান।

শুক্রবার দেশটির একটি আদালত তাকে এই অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করে। খবর ডিডব্লিও, রয়টার্স’র।

দেশটির রাজধানী ইস্তাম্বুলের একটি আদালত তাকে কুর্দী সন্ত্রাসবাদী দলের সাথে সংশ্লিষ্টা ছাড়াও রাষ্ট্রীয় ঐক্য বিনষ্টের অভিযোগ থেকেও রেহাই দেয়।

আসলি এরদোগান কুর্দিশপন্থী পত্রিকা ওজগুর গুনডেম-এ নিয়মিত কলাম লিখতেন। ২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর পত্রিকাটি বন্ধ করা হয়।

শুক্রবার আদালতের শুনানিতে জার্মানিতে নির্বাসিত এই ঔপন্যাসিকের আইনজীবী এরদাল দোগান তার পক্ষ থেকে বিবৃতি পাঠ করে আদালতে উপস্থাপন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply