রাবিতে প্রেম বঞ্চিতের বিক্ষোভ

|

সারাদেশে ঘটা করে যখন প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত তরুণ যুবাসহ বিভিন্ন বয়সীরা তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে সভা-সমাবেশ করেছে চিরকুমার সভা ও প্রেম বঞ্চিত সংঘ।

বেলা এগারটায় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শত শত শিক্ষার্থী শুরু করেন বিক্ষোভ মিছিল।এসময় তারা শ্লোগান তোলেন কেউ পাবে তো কেউ পাবে না,তা হবে না, তা হবে না। তুমি কে আমি কে,বঞ্চিত, বঞ্চিত।

মিছিলটি ক্যাম্পাস প্রদিক্ষণ শেষে গ্রন্থাগারের পিছনে সমাবেশ মিলিত হয়। সংঘদ্বয়ের সদস্যরা বলেন, অর্থবিত্ত বা সুন্দরের মোহে নয়, প্রেম হবে আত্মিক ও স্বর্গীয়। প্রেমের বন্টন হবে সুষ্ঠু,হবে শ্বাশ্বত। বিক্ষোভ সমাবেশ ছাড়াও আয়োজন ছিলো গণস্বাক্ষর ও রক্তদান কর্মসূচীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply