বিশেষ তত্ত্বাবধানে রাখা হবে বিশ্বজয়ী যুবাদের: বিসিবি প্রধান

|

আরও দুই বছর অনূর্ধ্ব-২১ দলের ছাতার নীচে, বিশেষ তত্ত্বাবধানে রাখা হবে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের- এমন ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সময়ে, প্রত্যেক ক্রিকেটারকে মাসিক এক লাখ টাকা করে বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর, অধিনায়ক আকবর আলী বলেছেন- দেশের প্রয়োজনে তিনি ভবিষ্যতে তার নিবেদন বাড়াবেন; আর উদ্বুদ্ধ করবেন সতীর্থদেরও।

বিসিবি সভাপতির দাবি, আগামীর ক্রিকেটের কাণ্ডারি এই যুবারাই। তাই, ক্রিকেটীয় যত্নে নতুন ভাবনা বোর্ডের। খেলোয়াড়দের দেবে প্রাপ্য প্রনোদনা।

শিরোপাজয়ী অধিনায়ক বলেছেন- এমন অর্জনে বোর্ডের ভূমিকা অনন্য। স্বপ্ন দেখেন তারা দেশের ক্রিকেট এগিয়ে নেবার।

দলটির শ্রীলঙ্কান কোচ নাভিদ নাওয়াজ জানালেন, যুব ক্রিকেটের প্রতিভা এদেশটিতে রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে।

এর আগে, জয়ের কাণ্ডারি হিসেবে টিম অফিসিয়াল ও কোচদের সাধুবাদ জানান নাজমুল হাসান পাপন।

আনন্দের দিনে বোর্ড প্রেসিডেন্টের কন্ঠে আক্ষেপ আর আশা দুটোই ছিলো জাতীয় দলের সাম্প্রতিক পাফরমেন্স নিয়ে। তিনি বলেন, ছোটরা যদি বিশ্বকাপ জয় করতে পারে নিশ্চয় বড়রাও পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply