করোনার প্রভাব যেন চামড়া শিল্পে না পড়ে সে চেষ্টা করা হচ্ছে: শিল্পমন্ত্রী

|

করোনা জাতীয় সংকট, এটি সারা বিশ্বের বিষয়। তবে এর ফলে চামড়া শিল্পে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সে চেষ্টা করা হচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বুধবার সকালে শিল্প মন্ত্রণালয়ের চামড়া শিল্পের উন্নয়নে গঠিত টাস্পফোর্সের প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

এসময় তিনি বলেন, চামড়া সংরক্ষণের পাশাপাশি বিকল্প বাজারে রফতানির উদ্যোগ নেয়া হবে।

শিল্পমন্ত্রী বলেন, কোরবানি ঈদে চামড়া সংগ্রহে ট্যানারি মালিকদের অর্থ সংকট কাটাতে উদ্যোগ নেয়া হবে। এ জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তারা সুপারিশ প্রদান করবে। এছাড়া চামড়া সংরক্ষণে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা সময় মতো ফড়িয়াদের কাছ থেকে চামড়া না কিনলে সরকারি উদ্যোগে তা সংরক্ষণ করা হবে, প্রয়োজন হলে সাময়িকভাবে ওয়েটব্লু চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে।

অনুষ্ঠানে বাণিজ্য ও পরিবেশ মন্ত্রী চাড়াও চামড়া শিল্পের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply