দিল্লিতে আম আদমি পার্টির বিজয় মিছিলে দুর্বৃত্তদের গুলি, নিহত ১

|

ভারতের দিল্লিতে ‘আম আদমি পার্টি’র বিজয় মিছিল চলাকালীন দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে এক কর্মীর।

বুধবার রাতে কিষাণগড় গ্রামে দলীয় আইনপ্রণেতা নরেশ যাদবের গাড়িবহর লক্ষ্য করে হয় এ হামলা। এদিকে নিরঙ্কুশ জয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার রাতেই জয় নিশ্চিতের পর টুইটবার্তায় মোদি লিখেন, দিল্লির মানুষের প্রত্যাশা পূরণে আম আদমি পার্টিকে শুভকামনা জানাই।

তৃতীয় দফা এককভাবে দিল্লির সরকার গঠন করতে যাচ্ছে আম আদমি। বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছে দলটি; বিজেপির ভাগ্যে জুটেছে ৮টি। গেলোবারের তুলনায় আম আদমির হারানো পাঁচটি আসনে জয় হাসিল করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে কোনো আসনে জয়ী না হওয়ায় কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।

১৪ বা ১৬ ফেব্রুয়ারি নাগাদ শপথগ্রহণ করতে পারে দিল্লির নতুন সরকার। পর্যবেক্ষকরা বলছেন, দিল্লিতে এবারের নির্বাচনকে সাম্প্রদায়িক মেরুকরণের দিকে ঠেলে দেয়ার চেষ্টা চালিয়েছিলো কেন্দ্রের ক্ষমতাসীনরা। তবে, ভোটাররা সেই চেষ্টা বানচাল করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply