ট্রলারডুবির ঘটনায় মানবপাচার আইনে মামলা

|

সাগরপথে মায়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালের নাম উল্লেখ করে টেকনাফ থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। এই মামলায় আগের দিন আটক ৪ জনসহ মোট ৮ ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এরআগে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির প্রায় ২৮ ঘণ্টা পর আব্দুল্লাহ নামে আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকাল আটটার দিকে মুমূর্ষু অবস্থায় আব্দুল্লাহ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে কোস্টগার্ড। তবে, নিখোঁজ ৫১ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল জীবিত উদ্ধার ৭১ জনকে রাখা হয়েছে থানা হেফাজতে। কক্সবাজার মেডিকেলে ময়নাতদন্তের পর নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের পশ্চিমে গতকাল ভোর ৪টার দিকে ১৩৮ যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এ ঘটনায় দালাল’সহ ৪ জনকে আটক করা হয়েছে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply