বঙ্গোপসাগরে ট্রলার ডুবির প্রায় ২৮ ঘণ্টা পর আরেকজনকে জীবিত উদ্ধার

|

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির প্রায় ২৮ ঘণ্টা পর আব্দুল্লাহ নামে আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সকাল ৮টার দিকে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে সেন্টমার্টিনে নেয়া হয়েছে। এরপর ভর্তি করা হবে কক্সবাজার সদর হাসপাতালে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৫১জন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

গতকাল জীবিত উদ্ধার ৭১ জনকে রাখা হয়েছে থানা হেফাজতে। এছাড়া নিহত ৩ শিশুসহ ১৫ জনের মরদেহ কক্সবাজার মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তরের কথা রয়েছে।

কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের পশ্চিমে গতকাল ভোর ৪টার দিকে ১৩৮ যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এ ঘটনায় দালাল’সহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply