নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ইরান

|

রোববার ইরান তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে বলে জানায় ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজহারী।

তবে ইরানের এই পদক্ষেপকে স্যাটেলাইটের আড়ালে আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নতিকরণের প্রকল্প বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জাভেদ আজারী বলেন, ‘জাফার স্যাটেলাইট’ টি রোববার মহকাশে স্থাপন করা হবে।

যুক্তরাষ্ট্র বলছে, ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা এর আড়ালে পারমানবিক অস্ত্র উৎক্ষেপণের পরীক্ষাও চালিয়ে থাকতে পারে। তবে বরাবরের মতোই তা অস্বীকার করেছে ইরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply