চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮১১

|

চীনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১ জনে। যা ছাড়িয়েছে ২০০৩ সালে সার্স ভাইরাসে নিহতের সংখ্যা।

স্বাস্থ্য বিভাগ বলছে, ২০০৩ সালে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসে প্রাণ যায় ৭৭৪ জনের। আর গেলো কয়েক সপ্তাহে নোভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা তা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে চীনে মৃত্যু হয়েছে এক মার্কিন ও এক জাপানি নাগরিকের।

চীনসহ এখন পর্যন্ত বিশ্বের ২৫ দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ১৯৮ জন। যা ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে প্রায় ৩ হাজার। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply