চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেলেন বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশি

|

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের রামকৃষ্ণপুর ইউনিয়নের সলিমপাড়া সীমান্তের ভারতীয় ভূখণ্ডে গোলাগুলির ঘটনায় আহত বাংলাদেশী নাগরিক সোলাইমান মোল্লা ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুর বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়ার অধিনায়ক লে: কর্নেল রফিকুল আলম।

মারা যাওয়া সোলইমান মোল্লা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরার পাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ঘটনার দিন ক্ষেত থেকে সরিষা কাটার জন্য তিনি সীমান্ত এলাকায় গিয়েছিলেন বলেও জানান এলাকাবাসী।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়ার অধিনায়ক লে: কর্নেল রফিকুল আলম জানান, বিএসএফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ দেশে নিয়ে আসার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এর আগে ৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময় হয়। ওই সময় বিএসএফের ছোড়া গুলিতে ভারতীর ৩ চোরাকারবারি মারা গেছেন। সেখানে থাকা এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগলে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন বলে বিজিবিকে জানিয়েছিলেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply