করোনাভাইরাস আতঙ্ক: ভিডিও কনফারেন্সে বিয়ের অনুষ্ঠান!

|

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বর ও কনে ছাড়াই বিয়ের অনুষ্ঠান হয়েছে সিঙ্গাপুরে!

রোববার সিঙ্গাপুরের এম হোটেলে এ বিয়ের আয়োজন করা হয়।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস নিয়ে অতিথিদের শঙ্কা দূর করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ের আয়োজনে হাজির হন চীনফেরত এক নবদম্পতি।

জানা গেছে, সিঙ্গাপুরের দম্পতি জোসেফ ইয়েও ও তার স্ত্রী কাং তিং বিয়ের কিছু দিন আগেই চীন থেকে ফিরেছেন। এ জন্য অতিথিরা বিয়ের আসরে উপস্থিত হতে উদ্বেগ প্রকাশ করেন।

এম পরিস্থিতিতে অতিথিদের ভয় কমাতে ভিডিও কনফারেন্সে বিয়ের উপায় খুঁজে বের করেন এ দম্পতি।

অনুষ্ঠানে বর ও কনে না থাকলেও বিয়ের ভেন্যু পরিপূর্ণ ছিল তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে। নবদম্পতি তাদের বক্তৃতা সম্পূর্ণভাবে তৈরি করছিলেন ভিডিওকলের মাধ্যমে।

গত বছরের অক্টোবরে বিয়ে করার পর জানুয়ারির শেষ সপ্তাহে স্ত্রী কাং তিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে চীনের হুনানপ্রদেশে গিয়েছিলেন জোসেফ ইয়েও।

সেখান থেকে আসার পর রোববার সিঙ্গাপুরের এম হোটেলে তাদের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply