উবার ব্যবহারকারীদের জনপ্রিয়তম গন্তব্যস্থল গুলশান-১ ও যমুনা ফিউচার পার্ক

|

বাংলাদেশের উবার ব্যবহারকারীদের জনপ্রিয়তম গন্তব্যস্থল গুলশান ১ ও যমুনা ফিউচার পার্ক। ব্যবহারকারীদের চমকপ্রদ কিছু তথ্য নিয়ে “২০১৯ সালে বাংলাদেশ যেভাবে চলাফেরা করেছে” বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে উবার। সেখানে এই তথ্য উঠে এসেছে। বার্ষিক প্রতিবেদন অনুসারে উবারে সবচেয়ে বেশিসংখ্যক ট্রিপ হয় বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত। আর বাংলাদেশিরা দেশের বাইরে সবচেয়ে বেশি উবার ব্যবহার করেছেন কলকাতা, দিল্লী এনসিআর এবং চেন্নাইয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর উবার ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বাধিক। কেবল ২৮ নভেম্বর ছাড়া সেরা পাঁচের তালিকার অন্য ৩টি তারিখই ছিল ডিসেম্বর মাসের।

প্রতিবেদন সম্পর্কে উবারের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রধান প্রভজিৎ সিং বলেন, ২০১৯ সালে বাংলাদেশের গতিশীলতা কেমন ছিল তা দেশবাসীকে জানাতে পেরে আমরা আনন্দিত। দেখে ভালো লাগছে যে আমাদের অনেক রকম মোবিলিটি সল্যুশনের যে লক্ষ্য তা বাংলাদেশের যাত্রীদের প্রতিদিনের জীবনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। পরবর্তী সময়েও আমরা আমাদের যাত্রীদের নিরবচ্ছিন্ন যাতায়াত সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিবেদনে আরও কিছু তথ্য উঠে এসেছে। যেমন:
 উবার মটো বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের উবার সার্ভিস, এর পরেই আছে উবার এক্স
 বাংলাদেশিরা সবচেয়ে বেশি যাতায়াত করেন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
 নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশিরা সবচেয়ে বেশি উবার ব্যবহার করেছেন
 দেশে সবচেয়ে বেশি উবার ব্যবহার করা হয়েছে ২০১৯ সালের ৫ই ডিসেম্বর
 গুলশান ১ এবং যমুনা ফিউচার পার্ক উবার ব্যবহারকারী বাংলাদেশীদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থল
 আন্তর্জাতিক শহরগুলোর মধ্যে কলকাতা, দিল্লী এনসিআর এবং চেন্নাই শহরে বাংলাদেশিরা সবচেয়ে বেশি উবার ব্যবহার করেন

উবারের ২০১৯ সালের প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেয়া হলো:
বাংলাদেশে উবারের জনপ্রিয় ৫টি গন্তব্যস্থল:

o গুলশান ১
o যমুনা ফিউচার পার্ক
o বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স
o ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
o গুলশান ২

২০১৯ সালে বাংলাদেশে উবারের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট:
o মোটো
o উবারএক্স

যে দিনগুলোতে সবচেয়ে বেশি উবার ব্যবহার করা হয়েছে:
o ডিসেম্বর ৫
o ডিসেম্বর ১২
o ডিসেম্বর ৮
o নভেম্বর ২৮
o ডিসেম্বর ১৫

উবার রাইডের জন্য সবচেয়ে জনপ্রিয় মাস:
o ডিসেম্বর
o নভেম্বর
o অক্টোবর
o সেপ্টেম্বর
o জুলাই

বাংলাদেশের উবার চালকদের জন্য ব্যস্ততম সময়:
o সন্ধ্যা ৭টা
o বিকাল ৫টা
o বিকাল ৬টা
o রাত ৮টা
o বিকাল ৪টা

বাংলাদেশি উবার ব্যবহারকারীদের জন্য ৩টি আন্তর্জাতিক গন্তব্যস্থল:
o কলকাতা
o দিল্লী এনসিআর
o চেন্নাই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply