পুরোনো প্রশ্ন কেন সরবরাহ করা হয়েছে তা শিক্ষকদেরই দেখতে হবে

|

এসএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন কেন সরবরাহ করা হয়েছে তা শিক্ষকদেরই দেখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫২ হাজার কক্ষে পরীক্ষা হয়েছে; যার মধ্যে ১৫টিতে পুরনো প্রশ্ন দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্ন দিয়ে বোর্ডের নির্দেশনা অমান্য করা হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিও যাচাই বাছাই চলছে যা শিগগিরই চূড়ান্ত হবে। দেরি হলেও গত বছরের জুন থেকেই তালিকাভুক্ত শিক্ষকরা সুবিধা পাবে বলে জানান তিনি। এসময় শিক্ষামন্ত্রী জানান, কারিগরীতে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে যার কাজ প্রক্রিয়াধীন আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply