অধরা শিরোপা ধরা হবে বাংলাদেশের যুবাদের?

|

এবার কি অধরাকে ধরা হবে বাংলাদেশের যুবাদের? এখন পর্যন্ত আকবর আলীর দল বেশ স্বাচ্ছন্দ্যে খেলছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয়ার পর দলের আত্মবিশ্বাসও তুঙ্গে। সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রবল স্নায়ু চাপ জয় করতে পারলে এই দলে শিরোপা জিতবে বলে মনে করেন যুবদলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন।

তিনি জানালেন, বড় ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবেই নিচ্ছে বাংলাদেশের যুবারা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস আছে দলটিতে।

শান্ত মনে করেন স্নায়ু চাপ জয় করতে পারলে আকবর আলীরা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে পারে। দলটির সেই সামর্থ্য ভালোভাবেই আছে।

দুই দিনের বিশ্রাম শেষে আবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার পরই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল।

এখন পর্যন্ত ড্রেসিংরুমের পরিকল্পনা মাঠে ভালোভাবেই বাস্তবায়ন করে দেখিয়েছে বাংলাদেশ। একসাথে প্রায় দু’বছর ধরে খেলায় টিমমেটদের বোঝাপড়াটাও বেশ ভালো। গত বছর ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে এই দলটি। শ্রীলঙ্কায় যুব এশিয়া কাপেও ফাইনালে উঠেছিল তারা। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। ফলে আকবর আলীদের সামর্থ নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন শুধু স্নায়ু চাপ জয় করার পালা। সেই করতে পারলেই অধরাকে ধরা হবে বাংলাদেশের যুবাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply