তুরস্কের হামলায় নিহত কমপক্ষে ৭৬ সিরীয় সেনা

|

ইদলিবে তুরস্কের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৭৬ সিরীয় সেনার। সিরীয় সেনাবাহিনীর ছোঁড়া বোমায় সাত তুর্কি সেনা ও এক সহযোগী নিহতের প্রতিশোধ হিসেবে ইদলিবের ৫৪টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এসব হামলা।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের পরদিনই এসব সহিংসতার ঘটনা ঘটলো।

সিরীয় সরকারের মিত্র রাশিয়ার অভিযোগ, না জানিয়ে সেনা মোতায়েন করায় তুরস্কের ওপর ক্ষুব্ধ ছিল সিরিয়া সরকার। যদিও মস্কোর সাথে আলোচনা করেই সমন্বিত সিদ্ধান্তে সেনা মোতায়েনেরর দাবি করেছে আঙ্কারা।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে সরকারি বাহিনীর বিদ্রোহী নির্মূল অভিযানে গেল এক সপ্তাহে উদ্বাস্তু হয়েছে দেড় লাখ বাসিন্দা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply