সিরিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে তুরস্ক

|

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে তুরস্ক। শনিবার ইদলিব সীমান্তে পৌঁছায় তুর্কি সামরিক বহর।

ইদলিব ও আলেপ্পোয় নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার জেরে ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তুর্কি সরকার। দেশটিতে রাশিয়া-তুরস্কের অস্ত্রবিরতি চুক্তি অগ্রাহ্য করেই চলছে সংঘর্ষের ঘটনা।

বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো সংলগ্ন জামিয়াত আল জাহরা এলাকায় অভিযান চালিয়েছে সরকারি বাহিনী। আলেপ্পো থেকে দামাস্কাসকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মহাসড়ক উদ্ধারে চেষ্টা করছে সিরিয় বাহিনী। প্রতিরোধ গড়ে তোলে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরাও। গেলো বুধবার হাইওয়েটি সংলগ্ন আল নুমান শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ সমর্থিত সরকারি বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply