টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন রস টেলর

|

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমে অনন্য রেকর্ড গড়েছেন রস টেলর। নিউজিল্যান্ডের এ তারকা ব্যাটসম্যান বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

নিউজিল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এ ইতিহাস গড়েছেন সাবেক অধিনায়ক টেলর।

তবে এর আগে নিউজিল্যান্ড নারী দলের হয়ে সুজি বেটিস এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তিনি খেলেন ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

ছেলেদের ক্রিকেটে সবচেয়ে বেশি ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বর্তমান তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি ম্যাচ খেলেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৫টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ৮৪টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।

রস টেলরের রেকর্ড গড়া ম্যাচে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল নিউজিল্যান্ড। বিরাট কোহলির ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply