নিজেই পোস্টার অপসারণে নামলেন কাউন্সিলর আসাদ

|

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের পরদিনই নিজের এলাকার পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন ২১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। সোমবার দুপুর থেকে তিনি স্বশরীরে পোস্টার অপসারণের কাজ শুরু করেন।

যমুনা নিউজকে স্বল্পভাষী আসাদ বলেন, আমি নিজের পোস্টার সরানোর মাধ্যমে কাজ শুরু করলাম। পর্যায়ক্রমে সবগুলো পোস্টার সরাবো।

বর্জ্য অপসারণের জন্য অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছেন জানিয়ে আসাদ বলেন, ক্লিন-২১ নামের এই অ্যাপের মাধ্যমে এই ২১ নম্বর ওয়ার্ডের বর্জ্য দ্রুত অপসারণে উদ্যোগ নেয়া হচ্ছে।

ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ-বাংলামোটরসহ গুরুত্বপূর্ণ কিছু এলাকা। এই ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, নারীদের জন্য নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর এলাকা হিসেবে গড়ার প্রত্যয়ের কথা জানালেন আসাদ।

বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। এই এলাকার প্রতিটি অলিগলি আমার চেনাজানা। কোথায় কি সমস্যা তাও আমি জানি। গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলেও এখানকার বাসিন্দারা অনেক ক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত। সেই সেবা নিশ্চিত করতেই আমি কাজ করে যাবো।

প্রত্যাশার বাস্তবায়নে আসাদ কতটুকু এগিয়ে যেতে পারেন সেটিই এখন দেখার বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply