ভেঙে পড়লো হেফাজতের সম্মেলনের মঞ্চ, অক্ষত আছেন আল্লামা শফী ও বাবুনগরী

|

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে হেফাজত ইসলাম আয়োজিত সম্মেলনের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। এসময় হেফাজত ইসলামের আমির আল্লামা শফী ও জুনায়েদ বাবুনগরীসহ অন্যরা মঞ্চে ছিলেন। তবে তারা সবাই সুস্থ আছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। জানা যায়, জেলার কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠায় মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে যায়। তখন সেখানে হুড়োহুড়ি শুরু হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রধান অতিথি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীসহ অন্যরা অক্ষত রয়েছেন। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু হয়। অনুষ্ঠানের সমন্বয়ক হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, মঞ্চে অতিরিক্ত লোক হওয়ায় আকস্মিকভাবে মঞ্চের পেছনের অংশ ভেঙে মাটিতে নেমে আসে। তবে আল্লামা আহমদ শফিসহ কেউ হতাহত হয়নি।

এর আগে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানে। জোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে আল্লামা শফি বলেন, নবী মুহাম্মদ (সা.) আল্লাহর শেষ নবী। কাদিয়ানীরা নবীকে (সা.) শেষ নবী বলে মানে না বলেই তারা কাফের। যারা কাদিয়ানীদের কাফের মানবে না, তারাও কফের।

কাদিয়ানীদের মুসলমানদের কবরস্থানে দাফন না করার দাবি জানিয়ে আল্লামা শফি বলেন, কাদিয়ানীদের সঙ্গে কোনো মুসলমান আত্মীয়তাও করবেন না। কাদিয়ানীরা এ দেশে থাকতে পারবে হিন্দু হয়ে, থাকতে পারবে অমুসলিম হয়ে। তবে মুসলমান হয়ে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply