ভোট দিতে চাপ প্রয়োগ না সহযোগিতা?

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে কয়েকজন যুবককে একসাথে গোপনকক্ষে প্রবেশ করে অবস্থান করতে দেখা যায়।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ভোট দেওয়ার গোপন কক্ষে এ ঘটনা ঘটে।

দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের নিচ তলার ১০২ নং কক্ষে ভোট প্রদানের গোপন কক্ষের সামনে কয়েকজন যুবক দীর্ঘক্ষণ অবস্থান করছে। পরবর্তীতে সাংবাদিকরা সেখানে গেলে তারা বের হয়ে যায়।

অন্যদিকে, এই কেন্দ্রে বিএনপির এজেন্টদের দুপুর একটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে বের দেয় বলে অভিযোগ করেন ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটির ভোট গ্রহণের সময়সীমা। ঢাবি ক্যাম্পাসের উদয়ন স্কুল, কার্জন হল, এনেক্স ভবন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে সিটি নির্বাচনের কেন্দ্র পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply