অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ৫ জেলেকে আটক করে নিয়ে গেছে বিএসএফ

|

রাজশাহীর খরচাকা সীমান্ত এলাকায় অবৈধ ভাকে বাংলাদেশে প্রবেশ করে ৫ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

এবিষয়ে কাল পতাকা বৈঠক করা হবে বলে নিশ্চিত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

বিজিবি জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে পদ্মানদীতে ০৯ জন জেলে ইঞ্জিন চালিত নৌকায় করে মাছ ধরার সময় ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের মদনঘাট ক্যাম্পের একটি টহল দল স্পীড বোট নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে তাদের জোর পূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে জেলেরা ভয়ে বাংলাদেশের অভ্যন্তরে চরে উঠে দৌড়াতে থাকে।

এখবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল ইঞ্চিন বোট নিয়ে সেখানে গেলে ৪জন জেলে বিজিবির বোটে আশ্রয় নেয়। সেইসময় বিএসএফর একটি ইঞ্চিন বোট এসে বিজিবির ইঞ্জিন বোটের গতি রোধ করে বিএসএফ এর কোম্পানী অধিনায়কসহ অন্যান্য সদস্যরা বিজিবির কাছ থেকে জেলেদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

পরবর্তীতে বিজিবির হেফাজতে থাকা জেলেদের দেয়া তথ্যমতে জানা যায়, এর আগেই বিএসএফ অন্য আরো ০৫ জনকে আটক করে নিয়ে যায়।

আটককৃতরা হলো- মোঃ রাজন মিয়া, মোঃ শাহিন মিয়া, মোঃ দোয়েল মিয়া, মোঃ কাবিল মিয়া ও মোঃ রফিকুল ইসলাম।

এঘটনার পর শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ৩৫ বিএসএফ ব্যাটালিয়ন মদনঘাট কোম্পানী কমান্ডারের সাথে বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মদনঘাট ক্যাম্পের বিএসএফ কমান্ডার পার্শ্ববর্তী নির্মলচর ক্যাম্প কর্তৃক এ ঘটনা ঘটতে পারে বলে জানালে শনিবার নির্মলচর ক্যাম্পের সাথে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply