চাল রপ্তানিতে ভর্তুকি দেবে সরকার

|

চাল রপ্তানিকে উৎসাহিত করতে প্রথমবারের মতো ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত রপ্তানি করা চালের দামের বিপরীতে ১৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যবসায়ী ১০০ টাকার চাল রপ্তানি করলে তাকে সরকার ১৫ টাকা ভর্তুকি দেবে। দেশে উৎপাদিত ধান সংগ্রহ করে দেশেই প্রক্রিয়াকরণ করলে এই ভর্তুকি পাওয়া যাবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

এমন একটি সময়ে এই ভর্তুকির সিদ্ধান্ত দেওয়া হয়েছে যখন অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মোটা চাল রপ্তানি বন্ধ রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে দেশের বাজারেও চালের দাম বাড়তির দিকে। এক সময় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমদানি করতে হতো। তবে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে যাওয়ায় কৃষক পর্যায়ে ধানের দাম নিশ্চিত করতে গত বছরের জুলাইয়ে ২ লাখ টন সিদ্ধ চাল রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী ব্যবসায়ীদের রপ্তানির অনুমোদনও দিয়ে আসছিল বাণিজ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এক লাখ তিন হাজার টন সিদ্ধ চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply