নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান পশ্চিমা কূটনীতিকদের

|

শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে সরকার, নির্বাচন কমিশন ও দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেছে পশ্চিমা কূটনীতিকরা।

একইসাথে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে তাগিদ দিয়েছেন তারা।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে সহিংসতা কোনভাবেই গ্রহণযোগ্য না।

বৃহস্পতিবার সকালে দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ তাপসের সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার।

গত কয়েকদিনে উত্তরের দুই প্রার্থী আতিকুল ও তাবিথ এবং দক্ষিণে বিএনপি’র প্রার্থী ইশরাকের সাথেও সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশনের সাথেও দেখা করেছেন যুক্তরাষ্ট্র ও বৃটেনের দূত।

সম্প্রতি ঢাকার সব কূটনীতিকরাও জড়ো হয়েছিলেন রবার্ট ডিকসনের বাসায়। সেই বৈঠকেও সিটি নির্বাচন প্রসঙ্গ এসেছিল। প্রশ্ন হলো, সিটি নির্বাচন নিয়ে এত তোড়জোড় কেন বিদেশিদের?

বৃটিশ হাইকমিশনার বলেন, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই সেদিন কথা বলেছি। তাতে সিটি নির্বাচনের বিষযটিও এসেছিল। কেবল প্রার্থী নয়, কমিশনের সাথেও বৈঠক করেছি। এটা আমাদের দায়িত্বেরই অংশ।

এর আগে ব্রেক্সিট নিয়ে রবার্ট জানান, আগামী এক বছর দ্বিপাক্ষিক বাণিজ্যসহ নানা ইস্যুতে নতুন কৌশল ঠিক করবে তার সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply