রাজবাড়ী সদর হাসপাতালে করোনাভাইরাস কর্নার প্রস্তুত

|

রাজবাড়ী প্রতিনিধি:

চীনে ভয়াবহ আকারে রূপ নেওয়া করোনা ভাইরাস মোকাবেলায় রাজবাড়ী সদর
হাসপাতালে আইসোলেশন (করোনাভাইরাস) কর্নার প্রস্তুত রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবী পূর্ব প্রস্তুতি হিসেবে ভাইরাস মোকাবেলায় হাসপাতালের তৃতীয় তলার পশ্চিম পাশে দুইটি কেবিন প্রস্তুত করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, এখন পর্যন্ত আমাদের দেশের কোন জেলাতেই চীনের ভয়াবহ করোনাভাইরাস রোগী বা এ রোগের লক্ষণ দেখা যায়নি। তারপরও পূর্ব প্রস্তুতি হিসেবে হাসপাতালে দুইটি আইসোলেশন কর্নার (কেবিন) প্রস্তুত রাখা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, চীন দেশের করোনাভাইরাস বিশ্বের বহু দেশে হানা দিয়েছে। ভাইরাস মোকাবেলায় তারাও প্রস্তুতি হিসেবে জেলার প্রতিটি স্বাস্থ্য সেবা দপ্তরের কর্মকর্তা ও দায়িত্বরতদের সাথে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে পরামর্শ চলছে এবং কেউ যেন গুজবে কান না দেয় সে বিষয়ে সচেতন করা হচ্ছে। এছাড়া যে কোন লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেলার সদর হাসপাতালে দুটি কেবিন প্রস্তুত করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যা যা করা প্রয়োজন সেটা করার চেষ্টা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply