হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

|

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে হত্যা মামলার আসামি জুয়েল (২৯) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সে সদর উপজেলার হাশিমপুর এলাকার আমজাদ মোল্যার পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পায় হাশিমপুর বাজার এলাকায় দুই দল সন্ত্রাসী গোলাগুলি করছে। খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছুঁড়তে শুরু করে। বেশ কিছু সময় গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে। পরে পুলিশ হাশিমপুর বাজারের পাশ থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃৃত ঘোষণা করে।

তৌহিদুল ইসলাম জানান, নিহত জুয়েল হাশিমপুর বাজারে গত ২৯ নভেম্বর সকালে আনসার সদস্য হোসেন আলীকে চায়ের দোকানে গুলি করে হত্যা করেছিল। সে ওই মামলার প্রধান আসামি। ওই ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply