উত্তাল ইরান, গুলিতে দুই বিক্ষোভকারী নিহত

|

ইরানের দোরুদ শহরে পুলিশের গুলিতে প্রাণ গেছে অন্তত দুই বিক্ষোভকারীর। দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনীতিতে মন্দা, বেকারত্বসহ বেশ কিছু ইস্যুতে তিন দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয় শনিবার।

বিক্ষোভ চলছে রাজধানী তেহরান, হোজেক, রাস্ত, খোর্দ, কেরমানশাহ-সহ বিভিন্ন শহরে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভিন্ন স্থানে জড়ো হয় হাজার হাজার মানুষ। তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ ও সরকার সমর্থিত বিভিন্ন গোষ্ঠী।

পুলিশের দাবি, তেহরানের সরকারি ভবনগুলোতে হামলার চেষ্টা চালিয়েছিল বিক্ষোভকারীরা। প্রশাসনের নির্দেশে দেশজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। অনেকের অভিযোগ, আঞ্চলিক রাজনীতিতে মাথা ঘামাতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে হাসান রুহানির সরকার। ফলে দেশে ভেতরে নানা সেবার ব্যয় সংকুচন করতে হচ্ছে।

এদিকে টুইট বার্তায় বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply