পাবনার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

|

পাবনা প্রতিনিধি:

সাক্ষীকে রেখে সটকে পড়ার দায়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খাইরুল ইসলাম বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

গত ১৪ জানুয়ারি ধর্ষণ মামলার তদন্ত করতে শহরের গাছপাড়া এলাকায় যান পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম। তার সাথে ছিলেন মামলার সাক্ষী আব্দুল আলীম। এসময় আসামিপক্ষের লোকজন আলীমের ওপর হামলা করে বেধড়ক মারধর করতে থাকে। ওই সময় পুলিশ আলীমকে উদ্ধারের চেষ্টা না করে ঘটনাস্থল থেকে সরে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ওই পুলিশ কর্মকর্তাকে। পরে তদন্ত কমিটি করে জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার জানান, সন্ত্রাসীদের হামলা থেকে যুবককে বাঁচাতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলা ও অদক্ষতার অভিযোগে খাইরুলকে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যপারে তদন্ত কমিটি পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন জমা দিয়েছে। বিভাগীয় তদন্ত শেষে পুলিশ হেডকোয়ার্টার পরবর্তী ব্যবস্থা নেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply