ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিদ্যালয়ের পিয়নকে কুপিয়ে জখম

|

পাবনা প্রতিনিধি:

পাবনার সুজানগরে স্কুলছাত্রীকে টিজ করার প্রতিবাদ করায় স্থানীয় গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের পিয়ন সোহেল রানা (২৮)কে কুপিয়ে জখম করেছে বখাটেরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সুজানগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষকেরা জানান, বুধবার বিকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চলাকালে বহিরাগত কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের টিজ করতে থাকে। পরে পিয়ন সোহেল রানা ইভটিজিং এর প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় বখাটেরা।

এর পরপরই আহত অবস্থায় তাকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন প্রকাশ্য এ ধরণের হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশিষ্ট প্রশাসনের নিকট। তা না হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এবং মামলার ভিত্তিতে ইভটিজিং এর সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply